বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনীতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
বৃক্ষরোপণকে ‘হাইলি প্রফিটেবল ইভেস্টমেন্ট’ আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। অর্থনৈতিক স্বাচ্ছন্দ ও প্রাকৃতিক শোভা বৃদ্ধির জন্যেও বৃক্ষরোপণ জরুরী। তিনি গত ১১/০৮/২০১৬ইং বৃহস্পতিবার সিলেট নগরীর রেজিস্ট্রারী মাঠে বিভাগীয় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ, সিলেট এর যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসন সিলেট এর সহযোগিতায় আয়োজিত বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষরোপণ মেলা-২০১-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জয়নাল আবেদীন, জেলা প্রশাসক, সিলেট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হাসেম, সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ মো. মিজানুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, অতিরিক্ত পুলিশ কমিশনার মাইনুল হাসান, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম। সভায় আরোও বক্তৃতা রাখেন, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী ও সিলেট নার্সারী মালিক কল্যাণ সংস্থার সভাপতি মোখলেছুর রহমান।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালের অভিজ্ঞতা তুলে ধরে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, যুক্তরাষ্ট্রে আমার নিজের বাগানে একটি অসুস্থ গাছ কাটতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শক এসে পরিদর্শন করে এবং কর্তৃপক্ষ নিজেরা গাছ কেটে দেয়। কিন্তু বাগানের মালিক হিসেবে গাছ কাটার ব্যয় আমাকে বহন করতে হয়েছিল। নিজের এ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশেও একদিন এ ধরনের অবস্থার সৃষ্টি হবে এবং এ ধরণের আইন প্রণয়ন হলে তা বাস্তবায়নের মতো মানসিকতাও এদেশের মানুষের গড়ে উঠবে।
বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ বলেন, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান সফল করা সম্ভব। সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, পরিবেশ রক্ষা ও দুর্যোগ থেকে বাঁচতে আমাদেরকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে।
উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে রেজিস্ট্রারী মাঠে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন।